কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর সিটির ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেয়ার পর সাচ্চু সাংবাদিকদের বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে যেকোনো ফলাফল আমি মেনে নেব। তবে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটানা ঘটে তাহলে আমি নির্বাচন বর্জন করবো। যদি কোনো সমস্য না থাকে তাহলে জয়-পরাজয় যাই হোক মেনে নেবো।
তবে কয়েকটি কেন্দ্র জাল ভোট দেয়া হয়েছে অভিযোগ করে সাক্কু বলেন, ৫, ১৫, ২১, ২৪, ২৬, ২৭ নম্বর ওর্য়াডের কেন্দ্র ঢুকে জাল ভোট দেয়া হয়েছে বলে আমি খবর পেয়েছি।
কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান এই সিটির মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
