কুমিল্লা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিজয় উৎসর্গ করলেন কুমিল্লা সিটি করপোরেশনের পুনর্নিবাচিত মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।
১১ হাজার ভোটের ব্যবধানে মেয়র পদে দ্বিতীয়বার জয়ের পর বৃহস্পতিবার রাত ১০ টায় কুমিল্লায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতি তার বিজয় উৎসর্গ করেন।
সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করতে চাই। কারণ ‘৭১ এ তিনি না হলে এই দেশ কখনো স্বাধীন হতো না। তার কারণে দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমি মেয়র। এসময় তিনি বলেন, আমি বিএনপি’র মানুষ। বিএনপির মেয়র প্রার্থী। তবু এই সত্য আমাকে স্বীকার করতে হবে।
একথা বলার সঙ্গে সঙ্গে তিনি টেনে আনেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বিজয়ের এই মুহূর্তে আমি এই দুই মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি- যোগ মেয়র মনিরুল হক সাক্কু।
এসময় সরকারের সমালোচনা করে নবনির্বাচিত এই মেয়র বলেন, সরকার অনেক চেষ্টা করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। নানাভাবে আমাকে বাধা দিয়েছে, আমার কর্মীদের বাধা দিয়েছে। জনগণ সকল বাধা উপেক্ষা করে তাদের জয় ছিনিয়ে এনেছে বলেও মন্তব্য করেন নবনির্বাচিত এই মেয়র।
এসময় আওয়ামী লীগ পরাজিত প্রার্থী আনজুম সুলতানা সীমার যে কোনো পরামর্শ, সহযোগিতা সিটি করপোরেশন পরিচালনায় সাদরে গ্রহণ করবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।
