চট্টগ্রাম: সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে নিহত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ও দক্ষিন সিলেট জেলা ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমসহ নিহত ছয় জনের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জনগনকে জঙ্গীবাদ বিষয়ে সচেতন করার লক্ষ্যে সভাও অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরের ৪১নং ওয়ার্ড কাদের স্মৃতি সংসদ ও ফুটন্ত প্রতিক ক্লাব এসব কর্মসূচীর আয়োজন করেন।
সভার সভাপতিত্ব করেন ৪১নং ওয়ার্ড যুবলীগ নেতা নাছির উদ্দীন জাসেদ। প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আমিনুল আহসন সুমন।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউএসটিসি ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগ নেতা ইয়াছিন কবির রাতুল, ৪০নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ হিমেল।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সাল থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রান দিয়ে এসেছে পুলিশ। জঙ্গীবাদ বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। পুলিশ বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
