ব্যাংকের ঋণ কিছু করপোরেট মানুষের হাতে : জনতা ব্যাংক চেয়ারম্যান

চট্টগ্রাম: ‘ব্যাংকের ঋণ কিছু করপোরেট মানুষের হাতে রয়ে গেছে। এর ফলে সম্পদের বৈষম্য বাড়ছে। এই বৈষম্য নিরসনে আমরা চাই ব্যাংকের ঋণ আরও নতুন নতুন গ্রাহকের কাছে পৌঁছে যাক। এতে করে সমাজের ভারসাম্য রক্ষা হবে এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী উঠে আসবে।’

এসব কথা বলেছেন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। ব্যাংকটির চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, শ্রেণিকৃত খেলাপি ঋণ আমাদের গলার কাঁটা। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ও বাণিজ্যিক ঋণ বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। তজ্জন্য এ খাতে সুদের হার কমিয়ে দিয়ে বিনিয়োগকারীদের সহায়তা করা হচ্ছে।

তিনি বলেন, নারীরা এগিয়ে না এলে কখনো সমাজের উন্নয়ন হবে না। সমাজ উন্নয়নে নারী উদ্যোক্তা বাড়াতে হবে এবং তাদের ঋণ প্রদানে সর্বাত্মক সহায়তা করতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মমানবতার সেবাসহ মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যাবস্থায় আমরা টিকে থাকতে চাই। এ লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণের কোনো বিকল্প নেই।

জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি আবদুস সালাম। সম্মানিত অতিথি ছিলেন ডিএমডি মো. আবদুছ ছালাম আজাদ ও ডিএমডি মো. নাজিম উদ্দিন।