
একুশে ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান দেশের সকল মসজিদ ও উপাসনালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীকে দোয়া করতে বলেছেন।
বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা সোয়া ৬টায় এক টুইটবার্তায় লন্ডনে বসবাসরত জাইমা রহমান এই অনুরোধ জানান। নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি সারাদেশের সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি যে, সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করবেন।’
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাজনীতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেছেন বার প্রফেশনাল ট্রেনিং কোর্স। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিসহ নানা ইস্যুতে টুইটে সরব ভূমিকায় দেখা যাচ্ছে লন্ডন প্রবাসী জাইমা রহমানকে।
এদিকে, সর্বশেষ রিপোর্টে করোনা-নেগেটিভ আসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি যাচাই-বাছাই করছে আইন মন্ত্রণালয়।
