পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ বছরে পদার্পণ


চট্টগ্রাম : চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ৯ বছরে পদার্পণ করেছে। সোমবার (১৭ মে) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ঠিক ৮ বছর আগে প্রতিষ্ঠা হয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই অল্প সময়ে শিক্ষার্থী-অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়টি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।’

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও মানসম্মত শিক্ষার চর্চা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম থেকেই আমরা মেধাবী শিক্ষক নিয়োগ, আধুনিক সিলেবাস অনুসরণ, আধুনিক ল্যাব এবং লাইব্রেরি প্রতিষ্ঠার দিকে জোর দিয়েছি। শিক্ষার আধুনিকায়ন এবং মান নিশ্চিতকরণ ও কঠোর নজরদারির কারণে পোর্ট সিটি ইউনিভার্সিটি মাত্র আট বছরেই অনেক বেশি টেকসই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে আমরা এ আশাই করি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হাসন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, করোনা মহামারী থেকে মুক্তি ও সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্যবৃন্দ, সকল ডীন, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর ও চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা।