
ঢাকা : উপহার হিসেবে চীন তাদের তৈরি করোনাভাইরাসের টিকার ছয় লাখ ডোজ আগামী ১৩ জুন বাংলাদেশে পাঠাতে চায়।
শনিবার ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন।
হুয়ালং ইয়ান লিখেছেন, ‘আগামী ১৩ জুন বাংলাদেশে ছয় লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।’
গত ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে।
১২ মে সিনোফার্মের তৈরি যে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন এর মধ্যে ৩০ হাজার বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় দফায় যে ছয় লাখ টিকা বাংলাদেশকে চীন দিচ্ছে, সেটাও সিনোফার্মের তৈরি।
