পাকিস্তানের টিভি সিরিয়ালে বেজে ওঠল ‘আমার পরান যাহা চায়…’

একুশে ডেস্ক : ভারত-পাক দ্বন্দ্ব বহুদিনের। তবে সম্প্রতি সেই দ্বন্দ্ব ভুলে দুই দেশকে এক সুন্দর বন্ধনে যিনি বাঁধলেন, তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ। পাকিস্তানের টিভি ধারাবাহিকে বাজল রবি ঠাকুরের গান ‘আমার পরান যাহা চায়’। যা মুগ্ধ হয়ে শুনলেন ধরাবাহিকের দর্শক থেকে নেট দুনিয়ায় মানুষজন।

হ্যাঁ, সত্যি সত্যি এমনটাই ঘটেছে। সম্প্রতি পাকিস্তানের হিন্দি ধারাবাহিক ‘দিল কেয়া করে’তে এক চরিত্রের কণ্ঠে শোনা গেছে ‘আমার পরান যাহা চায়’।

নেট দুনিয়ায় উঠে আসা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ৪ জনকে। তাঁদের মধ্যে এক নারী রবীন্দ্রসংগীত গাইছেন। বাকিরা শুনছেন মুগ্ধ হয়ে। পাকিস্তানের নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ”রবীন্দ্রসংগীত কোনো সীমানার সীমাবদ্ধতা মানে না…।’

এই পোস্ট থেকেই জানা যাচ্ছে, গানটি গেয়েছেন শর্বরী দেশপাণ্ডে। ‘দিল ক্যায়া করে’ পরিচালক মেহরিন জাব্বার। অভিনেত্রীর নাম উমনা জায়েদি। পরিচালক মেহরিন জাব্বার-এর ইনস্টাগ্রাম পেজেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।