চট্টগ্রাম: শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় করা চট্টগ্রাম মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি আরো ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি কেন বাতিল করা হবে না তার ব্যাখ্যা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাবোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) সহকারি সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
মন্ত্রণালয় প্রদত্ত নির্দেশে একাডেমিক স্বীকৃতি বাতিলের তালিকায় রয়েছে- মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল হাই স্কুল (জামালখান), ন্যাশনাল ইংলিশ স্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল এবং মির্জা আহম্মেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়। আর কারণ দর্শাতে হবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চিটাগাং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবং বি এ এফ শাহিন কলেজকে। অবশ্য, এই ৫ প্রতিষ্ঠানও একই অভিযোগে অভিযুক্ত।
মন্ত্রণালয়ের নির্দেশনা সম্বলিত চিঠির বিষয়বস্তু অবগত হয়েছেন নিশ্চিত করে অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করার কথা জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। বোর্ড চেয়ারম্যান বলেন, ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ও সিদ্ধান্ত গ্রহণ করে নির্দেশ দিয়েছে। শিক্ষাবোর্ড শুধু অফিশিয়াল চিঠি ইস্যু করে এ নির্দেশ কার্যকর করবে।
অবিলম্বে অফিশিয়াল চিঠি ইস্যু করে একাডেমিক স্বীকৃতি বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।
মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান ‘বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, ন্নি মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৬’-এর ১১ নম্বর ধারা অমান্যের কথা বলা হয়েছে। নীতিমালার এই ধারা অনুযায়ী- শিক্ষার্থী ভর্তিতে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সেশন ফিসহ তিন হাজার টাকার বেশি ফি নেওয়া যাবে না। আর সেশন ফিসহ সব মিলিয়ে ভর্তি ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা নেওয়া যাবে। এছাড়া ঢাকা মেট্রোপলিটনসহ সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত, এমপিও বহির্ভূত প্রতিষ্ঠান) ভর্তি ফরমের জন্য ২০০ টাকার বেশি আদায় করতে পারবে না।
কিন্তু উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নীতিমালা অমান্য করে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠে। অভিযোগ যাচাই-বাছাই করে ৪৬ টি প্রতিষ্ঠানের একটি সার-সংক্ষেপ তালিকা প্রস্তুত করে চট্টগ্রাম জেলাপ্রশাসন। আর অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরতে বা সমন্বয়ে একাধিকবার সময় বেঁধে দেয়া হয় এসব প্রতিষ্ঠানকে। কিন্তু বাকি প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত নেয়া অর্থ সমন্বয়ে রাজি হলেও এই ১১টি প্রতিষ্ঠান রাজি হয়নি। এ নিয়ে একাধিকবার বৈঠকের পাশাপাশি দফায়-দফায় তাগাদা দেয় জেলাপ্রশাসন। এরপরও এই ১১ প্রতিষ্ঠান অর্থ ফেরতে বা সমন্বয়ে রাজি না হয়ে নিজস্ব যুক্তি দিয়ে ব্যাখ্যা প্রদান করে। সর্বশেষ এই ১১টি প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় জেলা প্রশাসন।
