প্রধানমন্ত্রীর করোনা তহবিলে সাইফ পাওয়ারটেকের ২ কোটি টাকা


ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাধীন করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে ২ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক।

সংস্থার পক্ষে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন অনুদানের টাকা প্রদান করেন।

বৃহস্পতিবার (১০ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন তিনি।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, দেশের স্বার্থে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। করোনা সহায়তার জন্য প্রয়োজনে আরও অর্থ দেওয়া হবে।

ভবিষ্যতেও দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার কথা জানান তরফদার মো. রুহুল আমিন।

এর আগে গত বছরের ১৫ এপ্রিল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দেয় বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।

২ কোটি টাকার মধ্যে ৬৫ লাখ টাকা কোম্পানির কর্মীদের বেতন থেকে এবং বাকি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে দেয়া হয়।

করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যেই ব্যাপক কার্যক্রম চালাচ্ছে সাইফ পাওয়ারটেক। চট্টগ্রাম বন্দরে আমাদের শ্রমিকদের খাদ্য, পরিবহন সুবিধাসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ দিচ্ছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ ও খেলোয়াড়দেরও অনুদান দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।