বিমানবন্দরেই প্রধানমন্ত্রীর জন্য চমক, তৃতীয় কোনো সরকারপ্রধানকে মোদির বরণ

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি সূচিতে বলা হয়েছিল, বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ভারতের শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও থাকবেন।

কিন্তু হাসিনাকে স্বাগত জানাতে সব প্রটোকল সরিয়ে রেখে বাড়তি নিরাপত্তা না নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ফুল হাতে বিমানবন্দরে হাজির হলেন। উষ্ণ অভ্যর্থনায় বরন করলেন বাংলাদেশর প্রধানমন্ত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টিকে মোদির চমক হিসেবে দেখছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে নয়া দিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছালে এভাবেই চমক দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বিমানের সিঁড়ি দিয়ে নেমে এলে নরেন্দ্র মোদী তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে করমর্দন করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে এক টুইটে লিখেছেন- “একজন ঘনিষ্ঠ বন্ধুর জন্য উষ্ণ অভ্যর্থনা!”

বাগলে বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এভাবে স্বাগত জানানোর মধ্যে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী তার আন্তরিকতারই প্রকাশ ঘটিয়েছেন।

ভারতের ফিনানশিয়াল এক্সপ্রেসে জানিয়েছে, এর আগে কেবল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদকে স্বাগত জানাতেই মোদীকে বিমানবন্দরে যেতে দেখা গেছে।

পত্রিকাটি লিখেছে, এটা বাংলাদেশ-ভারত সম্পর্কের দৃঢ়তারই পরিচায়ক।

শেখ হাসিনার হাতে ফুল তুলে দেওয়ার ছবি টুইট করে মোদী লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।

পরে আরেক টুইটে মোদী বলেন, “আমাদের দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি সংকল্পবদ্ধ।”

চার দিনের এই সফর ঘিরে উচ্চাশার কথা বলা হচ্ছে দুই পক্ষ থেকেই। দুই প্রধানমন্ত্রীও দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন।