শাকিব খানকে বিয়ে করে অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম নাম ধারণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। মিডিয়ায় কাজ চালিয়ে যাওয়ার জন্যই এতোদিন শাকিব খানের সাথে বিয়ের খবর গোপন রাখেন অপু বিশ্বাস।
তিনি বলেন ২০০৮ সালে তার ও শাকিব খানের বিয়ে সম্পন্ন হয়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে উপস্থিত লাইভে এসব কথা বলেন অপু বিশ্বাস।
সোমবার বিকেল সাড়ে তিনটায় একটি লাল গাড়িতে করে আসেন অপু। এ সময় নিজের কোলে ৬-৭ মাস বয়সী একজন শিশু সন্তান ছিলো।
অনুষ্ঠানে এতদিনে নিজের আত্মগোপনের কথা বলতে গিয়ে অপু আরো বলেন, ‘শাকিব ও আমার ছেলে রয়েছে। আমি অনেক কষ্ট করেছি। শাকিব শুধু টাকা দিয়ে সাহায্য করেছে কিন্তু আমার পাশে থাকেনি। শাকিব আমাকে ঠকাই গেছে কিন্তু আমি তাকে ঠকাইনি। আমার প্রাণের ছবি বসগিরি ছেড়ে গেছি। আমি তাকে সার্পোট দিয়ে গেছি। আমি চেয়েছি শাকিবের ক্যারিয়ার ভালো হোক।’
অপু জানালেন, তাদের ছেলের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে। ছেলের নাম আব্রাহাম খান জয়। ছেলের জন্মের সময় অপুর অনুরুধ সত্বেও সাকিব অপুর পাশে থাকেননি।
