
চট্টগ্রাম : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার ছোটভাই ডা. বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।
সোমবার মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মঙ্গলবার (১৩ জুলাই) সকালে একুশে পত্রিকাকে বলেন, মামলার একমাত্র আসামি মোহাম্মদ ফখরুদ্দিন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার ভাই বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ফখরুদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন।
এর আগে সোমবার রাতে চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাত হোসেনের এক ফেসবুক পোস্টে মোহাম্মদ ফখরুদ্দিন নামের সাবেক এ ছাত্রলীগ নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও তার ভাই ডা. বিদ্যুত বড়ুয়াকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করে পরক্ষণে তা মুছে ফেলেন বলে জানা যায়। মুছে ফেলার কারণে মন্তব্যের ভাষা বা কথা কী ছিল তা জানা যায়নি। সাতকানিয়া নিবাসী মোহাম্মদ ফখরুদ্দিন ১৯৮৬-৮৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ফখরুদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করেও সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল থেকে তার মোবাইল ফোন নাম্বারটি বন্ধ রয়েছে। বক্তব্য জানা যায়নি মামলার বাদি সাতকানিয়া পৌরমেয়র মোহাম্মদ জোবায়েরেরও। বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এরপর ক্ষুদেবার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
