মডার্নার টিকার ৩০ লাখ টিকা আসছে সন্ধ্যায়


ঢাকা : টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশে মডার্নার করোনার টিকার ৩০ লাখ ডোজ আসছে সোমবার সন্ধ্যায়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই টিকা ঢাকায় পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র এর মধ্যদিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে। কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ করা তিন কোটি ডোজ টিকা যেসব দেশ পাচ্ছে তার তালিকায় রয়েছে বাংলাদেশ।

গত ৩ জুন হোয়াইট হাউস আড়াই কোটি টিকা বণ্টনের ঘোষণা দেয়। এতেও এশিয়ার দেশগুলোর জন্য যে ৭০ লাখ ডোজ টিকা দেওয়া হবে সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।