প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল ওসির গাড়ি


চট্টগ্রাম : লকডাউনে প্রসূতিকে হাসপাতালে নিতে কোনো গাড়ি না পেয়ে থানার ওসিকে ফোন করেন তার দিনমজুর স্বামী, এরপর ওসির গাড়িতে করেই সেই প্রসূতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে আজ শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীনকে ফোন করে দিনমজুর ওমর ফারুক শান্ত জানান, তার স্ত্রী ১০ মাসের অন্তঃসত্ত্বা। কঠোর লকডাউনে কোন গাড়ি না পাওয়ায় তিনি ভীষণ বিপদে পড়েছেন।

কোন উপায়ন্তর না দেখে কোতোয়ালী থানার সামনে স্ত্রীকে নিয়ে এসেছেন বলেও জানান ওমর ফারুক শান্ত।

এরপর তাৎক্ষণিক ওসি নেজাম উদ্দীন থানার ডিউটি অফিসার এসআই আফরোজা চৌধুরী ও কনস্টেবল আনিসকে নির্দেশ দেন, ওই নারীকে যেন দ্রুত চমেক হাসপাতালে পৌঁছে দেয়া হয়। এজন্য নিজের ব্যবহৃত গাড়িটিও দিয়ে দেন ওসি।

জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, ওমর ফারুক শান্ত ও তার স্ত্রী কুলসুম বেগম যাত্রী ছাউনির নিচে থাকেন। ওমর ফারুক শান্ত একজন দিনমজুর। তাদের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের পটিয়া থানাধীন চিবাতলী গ্রামে।

মানবিক কারণে নিজের ব্যবহৃত গাড়িটি দিয়ে ওই নারীকে চমেক হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলেও জানান তিনি।