বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

লকডাউনে রান্না করা খাবার নিয়ে দুস্থদের পাশে আ জ ম নাছির

প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২১ | ৮:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম : করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনে পথশিশু, ছিন্নমূল, বাস্তুহারা, দুস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বহদ্দারহাট মোড় এবং চান্দগাঁও ওয়ার্ডস্থ সিএন্ডবি মোড় এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

আ জ ম নাছির উদ্দীনের পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এই খাবার বিতরণ করেন।

এ সময় নগর আওয়ামী লীগের নেতা মো. ইসা, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমান, আবুল কালাম, হুমায়ুন কবীর, আবু সাইয়িদ, হেলাল, মো. খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে একই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।