মিথ্যাচার করবেন না, টুপি একটা মাথায় দিলে হবে না : মহিউদ্দিনের উদ্দেশ্যে মেয়র নাছির

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনার ক্ষেত্রে ‘চুল পরিমাণ’ দুর্নীতি করেননি জানিয়ে মহিউদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কেউ প্রমাণ দিতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি। টুপি একটা মাথায় দিলে হবে না। মিথ্যাচার করবেন না।

শনিবার দুপুরে নগরের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

জঙ্গিবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ ও নিয়মিত পৌরকর পরিশোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ১ বছর ৮ মাস ২০ দিন হলো দায়িত্ব নিয়েছি। আ জ ম নাছির চুল পরিমাণ দুর্নীতি করেনি। কেউ প্রমাণ দিতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি। টুপি একটা মাথায় দিলে হবে না। মিথ্যাচার করবেন না। মেয়র আমি নিজের ইচ্ছেতে হইনি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। নগরবাসী ভোট দিয়েছেন। আমাকে খাটো করা মানে নগরবাসীকে অপমান করা। শুধু গলাবাজি করলে মানুষের প্রতি দরদ হয় না।

সিটি মেয়র বলেন, পাঁচ বছর পর কর পুনর্মূল্যায়ন আইনি বাধ্যবাধকতার কারণেই করা হচ্ছে। এটি না করলে আমাকে ব্যর্থ বলা হবে। বরখাস্ত করা হবে। আদালতের সহানুভূতিও পাব না। ১৯৮৫ সালে চসিকের যে পৌরকর ছিল। ১৭ বছর মেয়র ছিলেন তিনিও (মহিউদ্দিন) তা অনুসরণ করেছেন। আল্লাহ রাসুলের নামে শপথ করে বলেন। প্রয়োজনে গোলটেবিল করব। ইতিমধ্যে অনেক দাওয়াত দিয়েছি, আসেননি। মনজুর আলম ভাইয়ের আমলে ১৪ হাজার অ্যাসেসমেন্ট করেছেন। আমি সব নিষ্পত্তি করেছি। সাবেক মেয়র যা ধার্য করেছেন তা থেকে আমি আরও কমিয়ে দিয়েছি।

কারো বিভ্রান্তিকর বক্তব্য বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারে কান না দিয়ে করপোরেশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নিঃস্ব ও গরীব এবং সীমিত আয়ের জনগোষ্ঠীকে পৌরকরের আওতামুক্ত রাখার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে ১০ শতাংশ রেয়াত দেয়ার ঘোষনা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, সক্ষম ও বিত্তবান জনগন নিয়মিত পৌরকর পরিশোধ করলেই শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব।

মেয়র মাদকমুক্ত চট্টগ্রামের লক্ষে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক বিক্রেতাদের উচ্ছেদ করার ঘোষনা দেন।

তিনি মাদক এর কুফল ব্যাখ্যা করে মাদকসেবন থেকে মাদকসেবী সকলকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।

আ জ ম নাছির উদ্দীন জঙ্গীবাদ প্রসঙ্গে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সন্ত্রাস ও জঙ্গীবাদকে রুখতে হবে। পবিত্র ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। পবিত্র ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। আত্মহনন পবিত্র ইসলামে মহাপাপ। যারা জঙ্গীদের মদদ, আশ্রয়, প্রশ্রয় ও লালন-পালন করে তারা পবিত্র ইসলাম ও মানবতার দুশমন।

জঙ্গী কার্যক্রমে জড়িতদের সত্য ও সঠিক পথে ফিরে আসার আহবান জানান মেয়র।

৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর। উপস্থিত ছিলেন কাউন্সিলর আবিদা আজাদ, মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল আহমদ ও পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন প্রমুখ।