আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির নেত্রী বেগম জিয়ার মুখে তিস্তা চুক্তি বিষয়ে বক্তব্য মানায় না। ওনার দিলের মধ্যে রয়েছে পাকিস্তান, তাই এদেশের জনগনের উন্নয়ন তার ভাল লাগেনা। শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধনের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, খালেদা জিয়া মুখে মুখে ইসলামী আসলে মধ্যরাতে ইসলামী বিরোধী কর্মকান্ডের সাথে তিনি জড়িত এমন প্রমানও রয়েছে।
পরে জেলা বিএনপির নির্বাহী সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিহাব উদ্দীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে তিনি যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া বারের জিপি আক্তারুজ্জামান মাসুম প্রমুখ।
