
খেলাধুলা ডেস্ক : পেশাদার ফুটবল ক্লাব পিএসজির হয়ে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন সাবেক বার্সা তারকা লিওনেল মেসি। আগামী ২০২৩ সাল পর্যন্ত প্যারিসভিত্তিক ক্লাবটির হয়ে খেলবেন তিনি। তবে চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর একটি ভিডিও পোস্ট করে মেসিকে স্বাগত জানায় তার ক্লাব পিএসজি।
চুক্তিতে কর বাদে মেসির বেতন ধরা হয়েছে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩৫০ কোটি টাকা। আর্জেন্টাইন অধিনায়ক এর আগে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয় বার্সেলোনার সাথে। এদিকে নতুন চুক্তি হওয়ার ঘোষণা আসার আগেই বার্সেলোনা থেকে সরিয়ে ফেলা হয়েছে মেসির ছবি।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় পিএসজির সঙ্গে চুক্তি করতে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌঁছান নতুন ঠিকানায়। আর্জেন্টাইন তারকার সঙ্গে ছিলেন স্ত্রী ও তিন সন্তান। মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজো সাবেক বার্সা তারকার সঙ্গে বিমানে বসে একটি সেলফি পোস্টও করেছেন।
এর আগে, বিশ্বের শীর্ষ সব গণমাধ্যম মেসির পিএসজি যাওয়ার বিষয়টি জানিয়ে খবর প্রকাশ করেছিল। কয়েকজন ক্রীড়া সাংবাদিক মেসির বার্সা থেকে প্যারিসে যাওয়ার খবরে টুইট করেছিল। এমনকি মেসির বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ নেইমার তার ইনস্টাগ্রামে মেসির পিএসজিতে যাওয়ার বিষয়টি নিয়ে ভিডিও প্রকাশ করেছিল।
পরে পিএসজি’র সঙ্গে চুক্তি সম্পন্ন হলে বিষয়টি জানিয়ে তার নতুন ক্লাব একটি ভিডিও প্রকাশ করেছে। তবে পুরো ভিডিওতে ছিল না মেসির নাম। ভিডিওতে জানান দিচ্ছিল পিএসজিতে আসছে নতুন এক হিরো। সেখানে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারীর একটি ছবি, আর্জেন্টিনার পতাকার ছায়া এবং আইফেল টাওয়ারের সামনে ছয়টি ব্যালন ডি’অর দেখিয়ে বুঝানো হচ্ছিল আসছেন মেসি। পরে অবশ্য মেসি প্যারিস লেখা একটি সাদা টি-শার্ট পরেছিল। সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন পিএসজির হয়ে নতুন করে শুরু করা মেসি।
এর আগে, বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার আগ মুহূর্তে গত শুক্রবার রাতে হঠাৎ সবকিছু উল্টো দিকে মোড় নেয়। বার্সা কর্তৃপক্ষ জানায়, তাদের সঙ্গে থাকছেন না মেসি। এরপরে রবিবার আনুষ্ঠানিক বিদায়ে মেসি জানায়, তিনি থাকতে চেয়েছিলেন প্রিয় ক্লাব বার্সেলোনাতে। তবে লা লিগা অর্থনৈতিক নিয়মে আর পারছেন না। আর সেকারণে ছিন্ন হয়ে যায় মেসির সাথে বার্সার ২১ বছরের সম্পর্ক। এর দুই দিনের মাথায় নতুন ক্লাব পিএসজির খেলোয়াড় হয়ে যোগ দিলেন মেসি। শুরু হলো নতুন এক অধ্যায়ের।
