সোমবার থেকে চবিতে সশরীরে পরীক্ষা, বন্ধ থাকবে হল


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাগুলো ১৬ আগস্ট থেকে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চলমান, স্থগিত ও অসমাপ্ত পরীক্ষাসমূহ সমাপ্তে গঠিত কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) সৈয়দ মনোয়ার আলী।

এর আগে গত বুধবার চবি উপাচার্যের দফতরে স্থগিত পরীক্ষাসমূহ সমাপ্তির লক্ষ্যে গঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়, বিভাগসমূহ সকল স্থগিত এবং অনলাইন ক্লাস সমূহের পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে লকডাউন শিথিল সাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে নিতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি, পরীক্ষা কমিটি, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

সূত্রটি জানায়, মহামারির প্রকোপ বেড়ে গেলে অর্ডিন্যান্স প্রণয়ন সাপেক্ষে অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ সেপ্টেম্বরের মধ্যে বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত জানাতে বলেছে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গৃহিত রিপোর্ট ৩০ সেপ্টেম্বর কমিটির কাছে পাঠাবে ডিনবৃন্দ।

এর আগে গত ১৫ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৪০তম সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল। সভায় বলা হয়, শিক্ষার্থীরা শতভাগ টিকা না নিলে হল খোলা অসম্ভব। তাই শতভাগ টিকা নিশ্চিতের পর হল খুলে দেওয়া হবে।