চট্টগ্রাম কাস্টমস: মার্চে ৩২০৫ কোটি টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম: চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে অর্থাৎ প্রথম ৩ প্রান্তিকে ২৬ হাজার ৮১৯ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে শুধু মার্চ মাসেই আদায় হয়েছে ৩ হাজার ২০৫ কোটি ২৬ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের নথি সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে ২৭ হাজার ২৪৪ কোটি ১ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩১ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকার রাজস্ব আদায় করেছিল সংস্থাটি।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসকে ৩৯ হাজার ৬২২ কোটি ৭ লাখ টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে এনবি আর। এর মধ্যে প্রথম ৩ প্রান্তিকের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৮ হাজার ৮৭ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে আদায় হয়েছে ২৬ হাজার ৮১৯ কোটি ৩০ লাখ টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬৭ কোটি ৯৮ লাখ টাকা কম। চলতি অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে আদায় হওয়া রাজস্বের মধ্যে শুল্ক ১১ হাজার ৩০০ কোটি ৫২ লাখ টাকা; সম্পূরক শুল্ক ৩ হাজার ৩৮০ কোটি ২৫ লাখ টাকা এবং ভ্যাট বা মূসক থেকে আয় ১৩ হাজার ১২১ কোটি ৭২ লাখ টাকা রয়েছে।

গত কয়েক বছরে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আদায় বেড়েছিল। রাজস্ব আদায় বাড়ার ধারা এবারও অব্যাহত থাকতে পারে। শুল্ক, ভ্যাট এবং সম্পূরক শুল্ক এই তিন খাতের মধ্যে শুধু ভ্যাট আদায় লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে চট্টগ্রাম কাস্টমস।

এছাড়া শুল্ক লক্ষ্যমাত্রায় ৯৮৩ কোটি ১৭ লাখ টাকা এবং সম্পূরক শুল্ক আদায় লক্ষ্যমাত্রায় ৩৬৭ কোটি ১৫ লাখ টাকা ঘাটতি দেখিয়েছে সংস্থাটি।

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া প্রসঙ্গে কাস্টমস কমিশনাররা বলেন, বিভিন্ন পণ্যের চাহিদা থাকার সত্বেও কিছু পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সম্ভব হয়নি। রাজস্ব আদায়ের জন্য মামলা জটেও অনেক অর্থ আটকে আছে। মামলাগুলো নিস্পত্তির চেষ্টা চলছে।