নয়াদিল্লি: কিছুদিনের নোট বাতিল অনেক বেশি করে ভারতীয় অর্থনীতিকে দীর্ঘকালীন স্বচ্ছতা, জনপযোগিতা ও দৃঢ়তা দেবে৷
‘South Asia Economic Focus – Globalisation Backlash’ নামক একটি রিপোর্টে এমনই জানিয়েছে বিশ্ব ব্যাংক৷
গত বছরের ৮ নভেম্বর রাতে জাতীর উদ্দেশ্যে ভাষণে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বাজারে এসেছিল নয়া ৫০০ ও ২০০০ টাকার নোট৷
এই যুগান্তকারী ঘোষণার সময় নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, টাকার কালো বাজারি বন্ধ করতে, সন্ত্রাসবাদের প্রসারকে রুখতে উপযোগী কাজ করবে এই পদক্ষেপ৷ বিশ্ব ব্যাংকের প্রকাশিত রিপোর্টেও স্বীকার করে নেওয়া হয়েছে মোদীর সেই বক্তব্যকে৷ এমনকি মোদী প্রচারিত ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিরও প্রশংসা করা হয়েছে৷ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বিক্রি বেড়েছে ৫২ হাজার কোটি থেকে ৮২ হাজার কোটি টাকা৷ মোবাইল ওয়ালেটে টাকা বিনিময়ের হার বেড়েছে দ্বিগুণ৷
