এসএমএস ছাড়াই মিলবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ


ঢাকা : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকা নাগরিকদের সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। তাদের আর এসএমএসের জন্য অপেক্ষায় থাকতে হবে না। কেন্দ্রে গেলে তারা টিকা নিতে পারবেন।

করোনা টিকার প্রথম ডোজ নেওয়া নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার-এমআইএসের এক জরুরি ঘোষণায় বলা হয়েছে, ‘যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।’

প্রথম ডোজের করোনার টিকা নেওয়ার পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য নাগরিকদের অপেক্ষা যেন কাটছেই না। লম্বা সময়েও মোবাইলে ক্ষুদে বার্তা না আসার অনেকের মনে শঙ্কাও দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে এই খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

এমআইএসের পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য (নাগরিকদের) এসএমএস পাওয়ার কথা। যদি নাও পায় তাহলেও কেন্দ্রে যাবে। টিকা কার্ডটা নিয়ে গিয়ে বলতে হবে ফার্স্ট ডোজ নিয়েছি। তাহলেও টিকাদান কর্মীরা টিকা দিয়ে দেবে।

দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির কাছ থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তির পর দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাওয়া যায়। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে আরও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।

এরপর ভারত সরকার রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ বেকায়দায় পড়ে। ফলে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ দেওয়া ২৫ এপ্রিল থেকে বন্ধ করে দিতে হয়। এক পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়। পরে বিভিন্ন দেশ থেকে টিকা এলে আবার শুরু হয় টিকাদান।