৩০ আগস্ট সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে


ঢাকা : আগামী ৩০ আগস্ট চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে বুধবার (২৫ আগস্ট) করোনাভাইরাস মোকাবেলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যের মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হাতে এখনও ৩৫ লাখের মতো এই টিকা রয়েছে। এই টিকা দিয়ে ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

খুরশীদ আলম আরও জানান, আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।

দেশে এ পর্যন্ত সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডোজ।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পর সিনোফার্মের টিকা কিনেছে বাংলাদেশ সরকার। সেরামের টিকা বেক্সিমকোর মাধ্যমে কেনা হয়েছিল। সিনোফার্মের টিকা সরাসরিই কিনছে সরকার।