১৩ সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ : স্বাস্থ্যমন্ত্রী


ঢাকা : আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজ।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে।