সুইমিং কমপ্লেক্স নির্মানের পক্ষে জাতীয় খেলোয়াড়দের বিবৃতি

চট্টগ্রাম: দীর্ঘ দিন পরে হলেও চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিং কমপ্লেক্স নির্মানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের বাসিন্দা বেশ কয়েকজন জাতীয় খেলোয়াড়। শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি দেওয়া খেলোয়াড়রা হলেন- সাবেক জাতীয় ক্রিকেটার চট্টগ্রামের কৃতি সন্তান মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খাঁন, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, ফজলে বারী খাঁন রুবেল, নাফিজ ইকবাল, নাজিম উদ্দিন, আফতাব আহমেদ এবং জাতীয় ফুটবলার মামুনুল ইসলাম এবং প্রাক্তন জাতীয় ফুটবলার এজহারুল হক টিপু, সুনীল কৃষ্ণ দে, মোঃ আসাদ, কায়সার, আনোয়ার।

বিবৃতিতে প্রাক্তন জাতীয় খেলোয়াড়গন চট্টগ্রামের ক্রীড়াসংগঠক ক্রীড়াবিদদের দীর্ঘদিনের প্রানের দাবী সুইমিং কমপ্লেক্স নির্মানের উদ্যোগ গ্রহণ করার জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনকে ধন্যবাদ জানান বলেও এতে উল্লেখ করা হয়।

সকল ভুল বুঝাবুঝি পরিহার করে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামেই সুইমিং কমপ্লেক্স নির্মানকে ত্বরানীত করার জন্য চট্টগ্রামের সকল স্তরের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদি মানুষ সহ সর্বস্তরের রাজনীতিবিদদের এগিয়ে আশার অনুরোধ জানান তারা।

বিবৃতিতে তাঁরা বলেন, আধুনিক ক্রীড়াবিজ্ঞানের যুগে ক্রীড়ার উন্নয়নের জন্য খেলার মাঠের প্রয়োজনের পাশাপাশি সুইমিংপুলের প্রয়োজনকে ও খাটো করে দেখার কোন অবকাশ নেই। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের এক কোণায় সুইমিংপুল এবং বাকি খালি জায়গাগুলোকে প্রশিক্ষণের জন্য যথাযথভাবে উপযোগী করে তুলতে তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রসঙ্গত সুইমিং কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদ জানিয়ে আসছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এ নিয়ে পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে মামলার আসামি হয়েছে সংগঠনটির চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সম্পাদকসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।