টিসিবির ট্রাকে রোববার থেকে পেঁয়াজ বিক্রি


ঢাকা : সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজও বিক্রি করবে।

৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরের তৃতীয় কিস্তিতে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ বরাদ্দের কথা জানানো হয়েছিল।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি পেঁয়াজ বিক্রির তথ্যটি জানায়। এতে বলা হয়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা রাখা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ বরাদ্দ করা হবে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর জানান, দুই বছর ধরে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে স্থানীয় বাজার নিয়ন্ত্রণে টিসিবি প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।