বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আনোয়ারায় ফুটপাত দখলকারীদের প্রতি ইউএনও’র হুঁশিয়ারি

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৪ অপরাহ্ন


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদের দোকান সরিয়ে নিতে বলেছেন ইউএনও শেখ জুবায়ের আহমেদ।

তিনি বলেন, ফুটপাতে এক ইঞ্চি জায়গায়ও দখল করতে দেওয়া হবে না। ফুটপাত সাধারণ মানুষের, সাধারণ মানুষ হাঁটবে।

ফুটপাত দখল করে এরকম জনদুর্ভোগ সৃষ্টি করলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ইউএনও শেখ জুবায়ের আহমেদ এসব কথা বলেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে বাজার সংশ্লিষ্ট ইজারাদার জানান, চাতরী চৌমুহনী বাজার বসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদাভাবে মাঠ করে দেওয়া হয়েছে। ওই মাঠে বাজার বসানো হয়।

কিন্তু বাজার ব্যবসায়ী কমিটি নামে স্থানীয় কয়েকজনের একটা গ্রুপ ফুটপাতে ভাসমান হকার বসিয়ে বাড়তি টাকা তুলে আসছে। এদের সাথে ইজারাদারের কোন সংশ্লিষ্টতা নেই। তাছাড়া বাজারের বৈধ ব্যবসায়ীরাও তাদের কোনো প্রকার সমর্থন দেয় না।