
সীতাকুণ্ড প্রতিনিধি : যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আত্মীয় বলে অস্বীকার করেন না রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
বুধবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন সেবা সংযোজন উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগড়ার সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামু্দ্দিন নদভী’র এক বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, বাঁশঝাড়ের বাঁশ কোনোটা মসজিদ তৈরির কাজে লাগে। আবার কোনোটা লাগে গ্রামের টয়লেট নির্মাণের কাজেও। বাঁশ কিন্তু সে এক ঝাড়েরই। তাই এক ঝাড়ের সব বাঁশকে একইভাবে বিবেচনা ঠিক নয়। কথাটা এই জায়গায়- আমার রাউজানে কোনো জামায়াত নেই, হতেও পারবে না।
তিনি বলেন, সাকা চৌধুরী আমার আত্মীয় অস্বীকার করি না। আত্মীয় হতেই পারে। মাঝে মাঝে এই কথাটি উঠে। প্রশ্নের সম্মুখীন হই। সর্বশেষ যখন জাপানে যাই। তখন সেখানকার প্রবাসীরা আমাকে বলেন, আপনি নাকি যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর আত্মীয়। তখন আমি এ উদাহরণটা দিই। আজও এ উদাহরণ দিতে চাই। -বলেন এবিএম ফজলে করিম চৌধুরী। প্রসঙ্গত সাকা চৌধুরী সম্পর্কে ফজলে করিম চৌধুরীর আপন চাচাত ভাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এমপি, সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য খালেদ মাহমুদ, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যাবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সেবা সংযোজন উপলক্ষে কুমিরা রেলওয়ে স্টেশনে নতুন রেলস্টেশন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবিএম ফজলে করিম চৌধুরী।
