চট্টগ্রামে মণ্ডপে হামলা: ছাত্র অধিকার পরিষদের ৭ জন রিমান্ডে


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে পূজা মণ্ডপে হামলার ঘটনায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সংগঠনের গ্রেপ্তার সাত নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এরা হলেন- মো. নাছির (২৫), মিজানুর রহমান (৩৭), মো. রাসেল (২৬), ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন।

শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিন এ আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে তিনজনের বয়স কম হওয়ায় তাদের রিমান্ড শুনানি হয়নি।

১৬ অক্টোবর দুপুরে নগরের আন্দরকিল্লা জে এম সেন হল পূজামণ্ডপে হামলা, ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা ও মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে।

পূজা মণ্ডপে হামলার মামলায় এখন পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।