
খেলাধুলা ডেস্ক : শহিদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। তাকে পেরিয়ে যেতে বেশি সময় নিলেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ৪০ উইকেট নিয়ে তিনি এখন এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি।
রোববার শারজাহতে নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন সাকিব। আসরের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাথুম নিসাঙ্কাকে বোল্ড করে তিনি ছাড়িয়ে গেছেন বাকি সব বোলারকে।
ক্রিকেটের আধুকিতম সংস্করণের বিশ্ব আসরে ৩৪ ম্যাচ খেলে ২৩.২৫ গড়ে ৩৯ উইকেট নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি। সাকিব তাকে ছাড়িয়ে চূড়ায় উঠে গেলেন পাঁচ ম্যাচ কম খেলেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪০ উইকেট নিতে এই বাঁহাতি স্পিনারকে খেলতে হয়েছে ২৯ ম্যাচ।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেই আরেক কীর্তি গড়েন সাকিব। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে তিনি হয়ে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।
আরও একটি কীর্তি হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন সাকিবকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যকবার চার উইকেট নেওয়ার তালিকাতে তিনি আছেন যৌথভাবে শীর্ষে। তার মতো পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলও তিনবার পেয়েছেন চার উইকেট।
