
চট্টগ্রাম : বিএমএ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
ম্যাক্স হসপিটাল, ইপিক ও চমেক হাসপাতালের পিসিআর ল্যাবের তিন পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে সোমবার (২৫ অক্টোবর) তার শরীরে হালকা জ্বর, কাশি ও ব্যথা অনুভব হলে তিনি নমুনা পরীক্ষা করেন।
বর্তমানে তিনি নগরের বাসভবনে আইসোলেশনে রয়েছেন। জ্বর, কাশি অপরিবর্তিত রয়েছে। তবে শরীরের ব্যথা আরও বেড়েছে। ডা. ফয়সাল ইকবাল চৌধুরী সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
ফয়সাল ইকবাল চৌধুরী করোনোর শুরু থেকেই মাঠে থেকে সবার জন্য করোনা-চিকিৎসা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। করোনার উর্ধ্বগতির মাঝেও নগরের ইপিজেড ও নিজ এলাকা উত্তর রাঙ্গুনিয়ায় নিয়মিত রোগী দেখা অব্যাহত রাখেন। পেশাগত প্রয়োজনে ব্যাপক জন-যোগাযোগের ফলে করোনার দুটি টিকা দেওয়ার পরও ফয়সাল ইকবাল শেষপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
