
চট্টগ্রাম : আলোচিত মিতু হত্যার প্রথম মামলায় পিবিআই’র দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন শুনানিতে অংশ নিতে আজ বুধবার সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে তাকে নিয়ে পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এ বিষয়ে শুনানি চলছে।
বাবুল আক্তার তার স্ত্রী মিতু হত্যায় দায়ের করা প্রথম মামলার বাদি। গত ১৪ অক্টোবর নারাজির আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহীন ভূঁইয়া।
২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তৎকালীন এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।শুরুতে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করে। ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলার তদন্তভার পিবিআইকে দেয় আদালত। বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন তার মেয়ে মিতু হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছেন।
তদন্তে মিতু হত্যায় বাবুলের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা পিবিআই। চলতি বছরের ১২ মে আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। ভারতীয় এক নারীর সাথে পরকীয়া সম্পর্কের জেরে মিতুকে হত্যার অভিযোগে একইদিন বাবুলকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই বাবুল আক্তারকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ড শেষে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগাওে পাঠানোর আদেশ দেন আদালত। পরে সেখান থেকে ফেনীর কারাগারে স্থানান্তর করা বাবুলকে।
