শিক্ষার্থীদের পাশে বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন


চট্টগ্রাম : শিক্ষাবৃত্তি, ফ্রি বাস সার্ভিস ও শিক্ষাসামগ্রী বিতরণসহ নানা কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালীর শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছে বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থী জন্য নানা কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। গত ৪ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস দিয়ে আসছে বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি দিয়ে আসছে সংগঠনটি। এছাড়াও বাঁশখালী থেকে চট্টগ্রামের সরকারি কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্যও শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে অ্যাসোসিয়েশন।

বাস সার্ভিসের সমন্বয়ক আসহাব আরমান বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাস সার্ভিস সেবা চালু রেখেছে। আমাদের এ সেবা অব্যাহত থাকবে। ভর্তিচ্ছুদের মন সতেজ রাখতে তাদের লাল গোলাপ দিয়ে বরণ করা হয়েছে।

একইসঙ্গে সবার জন্য নাশতা ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে জানান আসহাব।