বর্তমান সরকার শ্রমিকবান্ধব নয় : ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নয়। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহান মে দিবস উপলক্ষে সোমবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শোভাযাত্রার আগে মির্জা ফখরুল এসব কথা বলেন। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল দাবি করেন, সারা দেশে শ্রমিকেরা ন্যায্য অধিকার পাচ্ছেন না। সংগঠন করায় শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। এসময় বিএনপির মহাসচিব মে দিবস উপলক্ষে শ্রমিক দলকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি না দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানান।

শোভাযাত্রার আগে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।