চট্টগ্রাম : চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে উত্তর জেলা বিএনপির কর্মীসভায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিএনপিকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটায় নাসিমন ভবন প্রাঙ্গণে উত্তর জেলা বিএনপির পূর্বনির্ধারিত কর্মীসভা ছিল। এ উপলক্ষে দুপুর থেকেই বিএনপির কর্মীরা নাসিমন ভবন প্রাঙ্গণে জড়ো হওয়া শুরু করে। স্লাোগান দিতে গিয়ে সভা শুরুর আগেই বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সর্মথকরা সংর্ঘষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সভার কার্যক্রম শুরু হয়।
এ ঘটনায় আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা দেশে গণতন্ত্র নেই জানিয়ে সরকারকে দেশে আইনের শাসন কায়েম করার আহ্বান জানান।
