চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগির বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের একটি নিরপেক্ষ রূপরেখা দেবেন এবং সেই রূপরেখোর পক্ষে আন্দোলনের আহ্বান জানাবেন।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, দেশে গণতন্ত্র নেই। শহীদ জিয়ার আদর্শের দল হিসেবে বিএনপির দায়িত্ব গণতন্ত্রকে পূনরুদ্ধার করা। বিএনপির দায়িত্ব জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেয়া। দেশের অবস্থা ভালো নয়। আওয়ামী লীগের নেতারা এই দেশকে অন্যদেশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপি ছাড়া বিকল্প নেই।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন ভারত সফরে গেলেন অনেকে আশা করেছিলেন তিস্তা চুক্তি হবে। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। ভারত যা চেয়েছে সব কিছু দিয়েছেন, বিনিময়ে ভারত থেকে কিছুই পায়নি বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার বেলা দুইটার দিকে সভাস্থলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
