সিঙ্গাপুরে বেস্ট সেলার বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‌’কারাগারের রোজনামচা’

সিঙ্গাপুর : সিঙ্গাপুরে দিনব্যাপী বইমেলায় সর্বোচ্চ বিক্রি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’। এছাড়া প্রধামন্ত্রী শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ ও ‘নির্বাচিত প্রবন্ধ’ বই দুটিও বেস্ট সেলারের তালিকায় স্থান পেয়েছে।

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি লিখিয়েরা প্রতিবছরের মতো এবারও ১ মে দিনব্যাপী বইমেলার আয়োজন করেন। ১ মে পূর্বাহ্নে ‘বাংলাদেশ বইমেলা সিঙ্গাপুর-২০১৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান।

সিঙ্গাপুর ছাত্রলীগের প্রচেষ্টায় এবারই প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি করে চারটি বই ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের ‘বাংলাদেশের ইতিহাস’, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ‌‌’আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বইগুলো সিঙ্গাপুর বইমেলা স্থান করে নিয়েছে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য কবি ও সাংবাদিক মনির জানান, আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই দুটি নিয়ে ক্রেতাদের বিপুল আগ্রহ ছিল। আগামী বইমেলায় এজাতীয় বই বেশি করে মজুদ করা হবে বলে জানান তিনি।