খালেদার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে বাধা নেই: আইনমন্ত্রী


আখাউড়া : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সরকার এক্ষেত্রে কোনো বাধা দেবে না।

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করেছেন। ভুলে গেলে চলবে না বাংলাদেশের আদালত দ্বারা তিনি (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধাদি দেওয়া প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়েছে।

গেল ১৩ই নভেম্বর ফলো-আপ চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন দলটির প্রধান। এর আগে, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ৭ই নভেম্বর বাসায় ফেরেন খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির পর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সরকার। এরপর নির্দেশনা মোতাবেক বাসাতেই অবস্থান করছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু, চলতি বছরের ২৭শে এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এ অবস্থায় রাজনীতির ঊর্ধ্বে উঠে খালেদাকে বিদেশ পাঠানোর অনুরোধ জানিয়ে আসছেন দলের মহাসিচবসহ বিএনপি নেতারা। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে আজ সারাদেশে গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

আইনমন্ত্রী বলেন, বিএনপি যদি মনে করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনের বাইরে গিয়ে সরকার কিছু করবে না।