প্রধানমন্ত্রীকে ‘অনেক কিছু’ বলতে চান মাহিয়া মাহি


ঢাকা : বর্তমানে তিনি সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করছেন। সেখান থেকেই আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন মাহি।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে একটি ফোনালাপ ফাঁসের বিষয়ে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অনেক কিছু’ বলার আছে তার।

বর্তমানে তিনি সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করছেন। সেখান থেকেই আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন মাহি।

তিনি বলেন, “ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া, আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ‘র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে।”

মাহি বলেন, “এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।”

এদিকে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। যদিও পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেছেন