
ঢাকা : ইস্পাহানি গ্রুপের গাজীপুর ও নেপচুন চা বাগান জিতে নিয়েছে প্রথমবারের মতো প্রবর্তিত ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ এর দু’টি পুরস্কার।
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের চা ক্যাটাগরিতে দু’টি বাগানের জন্য পৃথকভাবে অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।
সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছয়টি সেক্টরের ৩০টি প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করে। এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি (ভার্চুয়ালি) ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এ অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চা বাগান মালিক এবং চা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর হাত থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
ইস্পাহানি টি লিমিটেড-এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এক বিবৃতিতে জানান, ইস্পাহানি গ্রুপ এ বছর উপমহাদেশে তাদের ব্যবসায়ের ২০০ বছর উদ্যাপন করছে এবং এ বছর একই সাথে ইস্পাহানি টি লিমিটেড ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করতে পারায় তারা আনন্দিত। যারা চা বাগানে এবং চা ফ্যাক্টরিতে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
