পিসিআইইউতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সদ্য নবীন ও ১৩ তম ব্যাচের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগ।

সোমবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা স্বাগত মিছিলের আয়োজন করে। উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন এর নেতৃত্ব মিছিল বের হয় ক্যাম্পাস চত্বর হতে মিছিলটি হলি ক্রিসেন্ট হাসপাতাল রোড পদক্ষিণ করে আবার ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়।

মিছিলে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্যবৃন্দ।