এনএবিসি সফল করার দৃঢ় প্রত্যয়

নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন বাংলাদেশ সোসাইটি অব সাউফ ফ্লোরিডার নেতৃবৃন্দ।

সম্প্রতি বাংলাদেশ সোসাইটি অব সাউফ ফ্লোরিডার এক জরুরী সভা সংগঠনের সভাপতি দিনাজ খান ও সাধারন সম্পাদক কুদরত ই খোদা এর সঞ্চালনায় স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সভার প্রথম পর্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, গঠনতন্ত্র তৈরি, সদস্য সংগ্রহ অভিযান, ফান্ড রেইজিং, প্রেস ব্রিফিং, ব্যানারসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা স্থান পায়। এছাড়াও সদস্যবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

সভার দ্বিতীয় পর্বে চেয়ারম্যান দিনাজ খান, সেক্রেটারি কুদরত ই খোদা, ট্রেজারার আবুল বাশার, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ মাসুদ ডি হায়দার সহ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের দ্বায়িত্বে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন- মো. জামান, দাদন খান, মনির হোসেন কাজল, মো. জাহাঙ্গীর, মো. আলম আশু, মো. ইলিয়াস, মো. মহসিন।

এছাড়া এনএবিসি (নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন) ২০১৭ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যেখানে কনভেনার কুদরত ই খোদা ও সেক্রেটারি দাদন খান তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। তারা সংগঠনের সকলকে এনএবিসি সফল করার আহবান জানান এবং সংগঠনের সকলেই সফল করার জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ৬, ৭ ও ৮ ই অক্টোবর এনএবিসি ২০১৭ আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে- জুলিয়াস লিথম্যান থিয়েটার, ১৭০১১ নর্থ ইস্ট ১৯ এভিনিউ, নর্থ মায়ামি বিচ, ফ্লোরিডা – ৩৩১৬২।