ড. হাছান মাহমুদের সাথে ঢাকা উত্তর কৃষকলীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র সাথে ঢাকা মহানগর উত্তর কৃষকলীগ নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি হাছান মাহমুদের সঙ্গে দেখা করে নেতৃবৃন্দ তাকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কৃষি তথ্যবহুল ডাইরি ও কলম উপহার দেন। ড. হাছান মাহমুদ কৃষক-লীগের কর্মকাণ্ডের ভূঁয়সী প্রশংসা করে বলেন, ভিশন ২০২১-কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বাংলাদেশ কৃষক-লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামাতের আমলে সারের জন্য ১৬ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন কৃষককে সারের পেছনে ছুটতে হয় না, সারই কৃষকের পেছনে ছুটে। কৃষিখাতে সরকারের সাফল্য ও অর্জনগুলো সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার জন্য কৃষকলীগ নেতাকর্মীদের প্রতি ড. হাছান মাহমুদ আহ্বান জানান।

মোহাম্মদপুর থানা কৃষক লীগ, ঢাকা মহানগর-উত্তর এর সহ-সভাপতি, মোঃ ইব্রাহিম হোসেন নিজ উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কৃষি তথ্যবহুল ডাইরি ও কলম বিভিন্ন তৈরি করে দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেয়ার অংশ হিসেবে সম্প্রতি ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন।