
ঢাকা : দেশে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১০ জনের অমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে
নতুন শনাক্ত ৩ জনের মধ্যে এক জন পুরুষ ও দুজন নারী। পুরুষের বয়স ৬৫ এবং ২ নারীর বয়স ৪৯ ও ৬৫ বছর।
জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি গত সোমবার এই রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে।
করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। কিছুদিন ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই থাকলেও গত কয়েকদিন ধরে শনাক্তের হার দুই এর ঘরে।
