বিএনপি-জামায়াত মুদ্রার এপিঠ ওপিঠ: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামী একই মুদ্রার এপিঠ ওপিঠ। জামায়াত ছাড়া বিএনপির কোনো অস্তিত্ব নেই। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কৌশলগত।

রোববার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব বজ্রেরহাটি এলাকায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে ইমামগঞ্জ সেতুসহ ২১টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলে মনে হয়, জিয়াউর রহমান কবরে শুয়ে ছটফট করছেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুর হোসেন, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ, সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির মোহাম্মদ আজিম, এএসপি (সার্কেল) কাজী মাকসুদা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ।