করোনায় আক্রান্ত মেসি


খেলাধুলা ডেস্ক : ফুটবল সুপারস্টার লিওনেল মেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্যারিসে এক পরীক্ষায় পজিটিভ ফল আসে তার। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন আরও তিন ক্লাব সতীর্থ।

সোমবার অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ কাপের ম্যাচের আগে নিয়মিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন পিএসজির খেলোয়াড়রা। রোববার পরীক্ষার ফল পাওয়া যায়। ওই পরীক্ষায় চার জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

পিএসজির করোনা পজিটিভ অন্যরা হলেন— লেফটব্যাক হুয়ান বার্নেট, গোলকিপার সার্জিও রিকো ও ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। ফলে মেসিসহ চার পিএসজি খেলোয়াড় সোমবার ভেনসের বিপক্ষে ম্যাচে মাঠে নামছেন না।

পিএসজি এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। পিএসজি জানিয়েছে, আক্রান্ত চার খেলোয়াড়রা বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।