
চট্টগ্রাম : স্ত্রী মিতু হত্যা মামলায় আবারও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তার পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় বাবুল আক্তারের জামিনের জন্য দ্বিতীয় দফা আবেদন করা হয়েছিল। এর আগে গত বছরের ১৮ আগস্ট আরও একদফা জামিনের আবেদন করে ব্যর্থ হন বাবুল আক্তার।
বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘আমরা মিস কেস করে দ্বিতীয় দফা জামিনের আবেদন করেছিলাম। আদালত জামিন নামঞ্জুর করেছেন।’
আদালত সুত্র জানায়, মামলার আসামি এহতেশামুল হক ভোলা ও তিন জন সাক্ষীর জবানবন্দিতে খুনের সঙ্গে বাবুল আক্তারের জড়িত থাকার তথ্য এসেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত বছর ২১ অক্টোবর আসামি এহতেশামুল হক ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, বিশ্বস্ত সোর্স কামরুল ইসলাম শিকদার মুছাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে নিজের স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
ওই জবানবন্দির পর গত ২৩ ডিসেম্বর কারাবন্দি বাবুল আক্তারকে স্ত্রী মিতু খুনের ঘটনায় তার দায়ের করা মামলায় আসামি হিসেবে দেখানোর আবেদন করেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআিই) চট্টগ্রাম মহানগরের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। আদালত আগামী ৯ জানুয়ারি শুনানির জন্য সময় রেখেছেন।
