চট্টগ্রাম : ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিয়োগ ও পদোন্নতির দাবিতে কালো ব্যাজ ধারণ করছেন ভূমি কর্মকর্তারা।
আজ সোমবার (১৭ জানুয়ারি) সারা দেশের মত চট্টগ্রাম জেলায়ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচি ২০ জানুয়ারি পর্যন্ত পালন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি জয়নাল আবেদীন বলেন, ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বেতন স্কেলের উপর অবৈধ স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী ভূমি সহকারী পদে পদোন্নতি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের জোর দাবি জানাচ্ছি।
দাবি বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরও কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি।