সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন পুরুষের লাশ ভেসে এসেছে।
মঙ্গলবার দুপুরে লাশটি সাগরের পাড়ে ভাসতে দেখে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে অবহিত করে স্থানীয়রা। পরে সীতাকুণ্ড থানায় জানানো হলে লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের একটি দল।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক সুমন বণিক একুশে পত্রিকাকে বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। লাশ পানি থেকে উদ্ধারের চেষ্টা চলতেছে। পরে বিস্তারিত জানা যাবে।